জেনে নিন: ইমাম যদি নামাজে ভুল করে মুক্তাদিরা আল্লাহু আকবর বলবে না সুবহান আল্লাহ্ বলবে ?

নামাজে ইমাম বিভিন্ন কারণে ভুল করতেই পারে। তবে আমাদের দেশের বেশিরভাগ মানুষ জানে না যে ইমাম নামাজে ভুল করলে পিছনের মুক্তাদিরা কি বলবে।

বেশিরভাগ মানুষ জানে যে ইমাম নামাজে ভুল করলে আল্লাহু আকবর বলতে হয়। তবে এই মর্মে কোন হাদিস উল্লেখ নেই। এটি সম্পূর্ণ ভুল ধারণা ।

তাহলে আসলে মুক্তাদিরা কি বলবে ? চলুন হাদিসের আলোকে বিশ্লেষণ করি :

রাসূলে কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম (চার রাকাতবিশিষ্ট নামাজে) দ্বিতীয় রাকাতে না বসে দাঁড়িয়ে যান। তখন সাহাবায়ে কেরাম সুবহানাল্লাহ বলে লোকমা দিয়েছেন। (সুনানে নাসায়ী ১/১৩২)

তবে মহিলাদের করনীয় হচ্ছে বুকের উপরে হাত রেখে এক হাতের  উপর অন্য হাত তালি দেয়া।

 আসাকরি বুঝতে পেরেছেন।

শেয়ার করে অন্যদের জানাতে ভুলবেন না।