জেনে নিন : কুরআন মাজীদ তিলাওয়াতের পর "সদাকাল্লাহুল আজিম" বলা কি বিদাত ?

কুরআন তিলাওয়াত করা অত্যন্ত উত্তম কাজ। আমরা জানি কুরআন মাজীদ তিলাওয়াতের পূর্বে অবশ্যই "আউজুবিল্লাহ এবং  বিসমিল্লাহ" পাঠ করতে হয়। পবিত্র কোরআনে আল্লাহ্ রাব্বুল আলামিন এই আদেশ করেছেন।

***فَاِذَا  قَرَاۡتَ الۡقُرۡاٰنَ  فَاسۡتَعِذۡ بِاللّٰہِ مِنَ  الشَّیۡطٰنِ  الرَّجِیۡمِ ﴿۹۸﴾
ফাইযা-কারা’তাল কুরআ-না ফাছতা‘ইযবিল্লা-হিমিনাশশাইতা-নির রাজীম।

যখন তুমি কুরআন পাঠ করবে তখন অভিশপ্ত শাইতান হতে আল্লাহর আশ্রয় গ্রহণ করবে।
(সূরা নাহল -  98)

কিন্তু কোরআন পাঠ শেষে আমরা কি বলব। আমাদের দেশ সহ পৃথিবীর অনেক দেশে একটি বাক্য প্রচলন রয়েছে তা হচ্ছে "সদাকাল্লাহুল আজিম" । এখন এই বাক্য টি কি কোরআন এবং হাদিস সম্মত।

এই কথাটির  পহ্মে যারা দলিল দেন তার একটি হচ্ছে,

قُلۡ صَدَقَ اللّٰہُ  ۟ فَاتَّبِعُوۡا مِلَّۃَ  اِبۡرٰہِیۡمَ حَنِیۡفًا ؕ وَ مَا کَانَ مِنَ الۡمُشۡرِکِیۡنَ ﴿۹۵﴾
কুল সাদাকাল্লা-হু ফাত্তাবি‘ঊ মিল্লাতা ইবরা-হীমা হানীফাওঁ ওয়ামা-কা-না মিনাল মুশরিকীন।
তুমি বলঃ আল্লাহ সত্য বলেছেন; অতএব তোমরা ইবরাহীমের সুদৃঢ় ধর্মের অনুসরণ কর এবং সে অংশীবাদীদের অন্তর্গত ছিলনা।
(সূরা আল ইমরান - 95)

তবে এই আয়াতটি দ্বারা এরকম কিছু বুঝানো হয় নি। অতএব যদি সদাকাল্লাহুল আজিম কে কোনো প্রয়োজনীয় আমল মনে করে তাহলে সেটা অবশ্যই বিদাত হবে।

তবে যদি কেউ মনের অজান্তেই বলে ফেলে বা কোরআন পড়ে সে বুঝতে পেরেছেন ফলে বলেছেন আল্লাহ্ যা বলেছেন সত্য বলেছেন। তাহলে সেটা বিদাত হবে না।

আশাকরি বুঝতে পেরেছেন।

শেয়ার করে অন্যদের জানাতে ভুলবেন না।