জেনে নিন : নামাজে হাত কোথায় বাঁধবেন ?

আমাদের দেশে কেউ হাত বাধেন বুকের উপরে কেউ বা হাত বাঁধেন নাভির নীচে। অনেক সময় এই নিয়ে দ্বন্দ্ব লেগে যায়। আসলে নামাজে হাত  বাঁধার  বিষয়ে মাজহাব গত পার্থক্য দেখা যায়। হানিফ মাজহাবের অনুসারীরা হাত বাঁধেন নাভির নীচে। শাফিঈ মাজহাবের অনুসারী হাত বাঁধেন বুকের উপর। হাম্বলী মাজহাবের অনুসারী হাত বাঁধেন নাভির উপর বুকের নিচে। আবার মালিকী মাজহাবের অনুসারী হাত বাঁধেন না।

আসলে নামাজে হাত বাধা সুন্নাহ। এই নিয়ে ঝগড়ার কিছু নেই । যদি কেউ না বাঁধেন তাহলে তার নামাজ বাতিল হবে না।

এবার চলুন হাদিসের আলোকে বিশ্লেষণ করি হাত কোথায় বাঁধবেন ?

নাভির নীচে হাত বাঁধার হাদিস :

1 - হযরত আলী রা. থেকে বর্ণিত, তিনি বলেন, সুন্নাহ হচ্ছে নামাযে হাতের পাতা হাতের পাতার উপর নাভীর নিচে রাখা।( মুসনাদে আহমদ - ৮৭৫ ; সুনানে আবু দাউদ - ৭৫৬)

2 - আবু হুরায়রা রা. থেকে বর্ণিত, তিনি বলেছেন, ‘নামাযে হাতের পাতাসমূহ দ্বারা হাতের পাতাসমূহ নাভীর নীচে ধরা হবে। ( সুনানে আবু দাউদ - ৭৫৮ )

এবার চলুন নাভির উপর হাত বাঁধার হাদিস গুলো দেখি : 

1 - তাউস রাহ. থেকে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর ডান হাত বাম হাতের উপর রাখতেন এবং তা বুকের উপর রাখতেন। ( সুনানে আবু দাউদ - ৭৫৯ )

এখন হাদিস অনুযায়ী আপনারা হাত যেকোনো জায়গায় বাধতে পারেন। তবে আবু দাউদ শরীফের এই তিনটি হাদিস লহ্ম্য করলে দেখবেন সবার শেষে  হাদিসটি বুকের উপর বাঁধার হাদিস। অর্থাৎ পুর্বের হাদিস দুটি দুর্বল। 

তবে হাঁত যেখানেই বাঁধেন নামাজ হবে। নামাজে হাত বাধা  উচিৎ।

আশাকরি বুঝতে পেরেছেন।

শেয়ার করে অন্যদের জানাতে ভুলবেন না।