জেনে নিন : রোজার নিয়ত মুখে উচ্চারণ করা কি ফরয ?

রোজা রাখা সকল মানুষের জন্য ফরজ । রোজা রাখা উচিত রাসূল (স:) এর সুন্নাহ অনুযায়ী । রোজা রাখা অবশ্যই কল্যাণকর।
তবে এই কল্যাণকর এবং ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে বিদাত নিয়ে আসা অবশ্যই অকল্যাণের।

এবার আসি আসল প্রসঙ্গে রোজার নিয়ত মুখে উচ্চারণ করা কি ফরয ?

রোজার নিয়ত করা অবশ্যই ফরয । কোন ইবাদতই নিয়ত ছাড়া হয় না। কি উদ্দেশ্যে ইবাদত করা হচ্ছে তা অবশ্যই জরুরি।

****হুমায়দী (র)…’আলকামা ইবন ওয়াক্কাস আল-লায়সী (র) থেকে বর্ণিত, আমি উমর উবনুল খাত্তাব (রা)-কে মিম্বরের ওপর দাঁড়িয়ে বলতে শুনেছিঃ আমি রসূলুল্লাহ (সাঃ)-কে ইরশাদ করতে শুনেছিঃ প্রত্যক কাজ নিয়তের সাথে সম্পর্কিত। আর মানুষ তার নিয়ত অনুযায়ী ফল পাবে। তাই যার হিজরত হবে দুনিয়া লাভের অথবা কোন নারীকে বিয়ে করার উদ্দেশ্যে–সেই উদ্দেশ্যই হবে তার হিজরতের প্রাপ্য। (বুখারি শরিফ,  হাদিস -১)

অর্থাৎ সকল ইবাদত নিয়তের উপর নির্ভরশীল। তবে রাসূল (স:) এর কোন সহী হাদিস দ্বারা প্রমাণিত নয় যে নিয়ত মুখে উচ্চারণ করতে হবে। নিয়ত অন্তরের বিষয়।

**ইবনুল কাইয়ুম (রাহে:) বলেনঃ “নিয়ত হচ্ছে, কোন কিছু করার ইচ্ছা করা এবং সংকল্প করা। উহার স্থান হচ্ছে অন্তর যবানের সাথে আসলে তার কোন সম্পর্ক নেই। এ কারণে না তো নবীজী হতে আর না কোন সাহাবী হতে নিয়তের শব্দ বর্ণিত হয়েছে”। [ইগাসাতুল্ লাহ্ফান, হাদিস-১/২১৪]
***আয়িশা (রাঃ) থেকে বর্ণিতঃ তিনি বলেন, নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, ‘কেউ আমাদের এ শরী‘আতে নাই এমন কিছুর অনুপ্রবেশ ঘটালে তা প্রত্যাখ্যাত। (সহিহ বুখারী : ২৬৯৭)


অতএব আমরা রোজা রাখবো কোরআন সুন্নাহ অনুযায়ী । কোন প্রকার বিদাত অন্তর্ভুক্ত করে নয়।

আশাকরি বুঝতে পেরেছেন ।

শেয়ার করে অন্যদের জানাতে ভুলবেন না ।