জেনে নিন : নামাজে দেখে দেখে কুরআন তিলাওয়াত করা কি যাবে ?


আমরা নামাজে অনেকেই অল্প কিছু সূরা পাড়ি। তাও ছোট সূরা। তবে বড় সূরা আমরা কি নামাজে দেখে দেখে তিলাওয়াত করতে পারবো ? অথবা আমরা নামাজে যেকোনো সূরা কি দেখে তিলাওয়াত করতে পারবো ?

এই বিষয়ে অনেকেই প্রশ্ন করে থাকেন। আমরা মধ্য প্রাচ্যের দেশ গুলোতে দেখি অনেকেই নামাজে কুরআন দেখে তিলাওয়াত করেন। এখন আসল কথায় আসি । কুরআন নামাজে দেখে তিলাওয়াতের বিষয়ে অনেকেই অনেক মতামত দিয়েছেন । বেশির ভাগ ওলামায়ে কেরামদের মতে নামাজে কুরআন দেখে পড়া মাকরুহ। তবে সুধু ফরয এবং ওয়াজিব নামাজের হ্মেত্রে।

তবে নফল নামাজে কুরআন দেখে পড়া যাবে। এতে নামাজের কোন হ্মতি হবে না। এই সম্পর্কে হাদিসে উল্লিখিত এই যে;

****আয়েশা (রাদিয়াল্লাহু আনহু) -এর মুক্ত দাস যাকওয়ান রামাদানে তারাবীর নামাযে নেতৃত্ব দিতেন, মুস-হাফ থেকে পাঠ করতেন ।(সহীহ বুখারি)

তবে সবচেয়ে উত্তম হচ্ছে যে যতটুকু আপনি পারেন,  যেই কয়টি সূরা আপনি জানেন তার ভিতর থেকে তিলাওয়াত করা। 

আবার অনেকেই এই বিষয় টিকে সাদৃশ্য করেছেন আহলে কিতাবদের (খ্রিস্টান) সাথে।
কারণ তারা তাদের প্রার্থনায় দেখে দেখে তিলাওয়াত করে। তাই উত্তম হচ্ছে না  দেখে নামাজে তিলাওয়াত করা। তবে যদি কেউ নফল সালাত যেমন তারাবীর নামাজে দেখে দেখে তিলাওয়াত করতে চায় তাহলে অসুবিধা নেই।

আশা করি বুঝতে পেরেছেন ।

শেয়ার করে অন্যদের জানাতে ভুলবেন না ।