নামাজে তাশাহুদ পড়তে হয়। বেশিরভাগ মানুষ তাশাহুদকে চেনেন আত্তাহীয়াতু হিসাবে । তাশাহুদ পড়া নামাজে জরুরি । তবে যদি আমরা নামাজে তাশাহুদ পড়তে ভুলে গিয়ে দাঁড়িয়ে যাই তখন কি করবেন ?
এই হ্মেত্রে মাজহাব গত কিছু পার্থক্য আছে। নামাজে তাশাহুদ পড়া হানাফি মাজহাবে ওয়াজিব হিসেবে গননা করা হয়। তবে অন্য মাজহাব গুলোতে এটি সুন্নাহ।
তবে সুন্নাহ হোক আর ওয়াজিব আমাদের ওয়াজিব মনে করা উচিত আমাদের মতে। যদি ওয়াজিব হয় তবে অবশ্যই সালাত শেষ করার পুর্বে অর্থাৎ সালাম ফেরানোর পূর্বে সাহু সেজদা দিতে হবে। এইটাই সর্বাধিক মতামত।
শেয়ার করে অন্যদের জানাতে ভুলবেন না।