জেনে নিন : নামাজে রুকুতে যদি সুবহানা রব্বিআল আলা বলে ফেলেন তখন কি করবেন ?

আমাদের ওয়েবসাইটে নামাজের ভুল সংক্রান্ত অনেক বিষয় জনানো হয়। নামাজে ভুল হতেই পারে। তবে ভুল হলে করনীয় কি এই সম্পর্কে সাধারণ মুসলিম অনেক অজ্ঞ।

নামাজে রুকুতে সাধারণত আমরা সুবহানা রব্বিআল আজিম বলি। তবে যদি ভুল বসত বলে ফেলি সুবহানা রব্বিআল আলা তখন কি করবো ?

এটি খুব সহজ। যদি আপনার রুকুতে থাকা অবস্থায় যদি মনে পড়ে যায় তবে সুধু সঠিকটি বল্লেই হবে। তবে যদি রুকু থেকে মাথা তোলার পর মনে আসে বা নামাজে পরে মনে আসে তবে আপনি নামাজের শেষে অর্থাৎ সালাম ফেরানোর পূর্বে আপনাকে সাহু সেজদা দিতে হবে।

কারন রুকুতে সুবহানা রব্বিআল আজিম বলা ওয়াজিব।

অনুরূপ ভাবে যদি সেজদায় ভুলে সুবহানা রব্বিআল আজিম বলে ফেলেন। তখন ঠিক একই কাজটি করবেন।

আশাকরি বুঝতে পেরেছেন।

শেয়ার করে অন্যদের জানাতে ভুলবেন না।