কারো কারো মতে শবে বরাত পালন করা বিদাত। কারো মতে এটি সুন্নাহ।
তবে আসলে শবে বরাত কি ?
শবে বরাত সম্পর্কে অনেক হাদিস রয়েছে। তবে সেই সকল হাদিস গুলোর মধ্যে একটি হাদিস ব্যতীত সবগুলো হাদিসকেই অধিকাংশ মুহাদ্দীসগন যয়ীফ বলেছেন। তবে অন্য মুহাদ্দীসগন যয়ীফ বলে নি।
শবে বরাতে দুই শ্রেণীর লোক যারা হ্মমা পাবে না তারা হচ্ছেন মুশরিক ও হিংসুক।
এই সম্পর্কে হাদিসে উল্লিখিত এই যে : মুআজ ইবনে জাবাল (রা.) থেকে বর্ণিত হাদিসে নবী (সা.) বলেন, ‘আল্লাহ তাআলা ১৫ই শাবানের রাতে (শবে বরাতে) সৃষ্টির দিকে রহমতের দৃষ্টি দেন এবং মুশরিক ও বিদ্বেষ পোষণকারী ব্যতীত আর সবাইকে ক্ষমা করে দেন।’ (সহিহ ইবনে হিব্বান, হাদিস নং: ৫৬৬৫)
এই হাদিসকে সব মুহাদ্দীসগন সহীহ বলেছেন ।